ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি রেসিপির সম্বন্ধে উপকরণ পরিবেশন সংখ্যা: বোনলেস ভেটকি মাছের পেটি চারটে কালো সরষে two টেবিল চামচ সাদা সরষে three টেবিল চামচ পোস্ত 1 টেবিল চামচ নন পরিমাণমতো শ্বেত তেল three থেকে four টেবিল চামচ কাঁচা লঙ্কা পাছাটা নারকেল কোরা 1 কাপ কলাপাতা ছোট ছোট চৌকো করে কাটা চারটে সুতো পাতাটা বাঁধার জন্য নির্দেশাবলী ভেটকি মাছের পেটি গুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা মিক্সিং জারে দু'রকম সর্ষে পোস্ত কাঁচালঙ্কা একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে একটা পাত্রে নারকেলকোরা ব্লেন্ড করা সরষে পোস্ত পেস্ট সর্ষের তেল পরিমাণমতো লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা কলা পাতাকে একটা পাওয়ার মধ্যে দুদিকে উল্টেপাল্টে হালকা করে একটু সেঁকে নিতে হবে। তারপর কলাপাতা টার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর কলাপাতা টা ঠিক মাঝখানে মাছের পেটি টা রাখতে হবে। চামচের সাহায্যে তৈরি করা পেজটা মাছের দু'পাশে ভালো করে লাগিয়ে দিতে হবে। তার উপর একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা টাকে চারিদিক থেকে মুরে নিতে হবে। তারপর একটা সুত...